নোয়াখালীর ছয়টি আসনেই আওয়ামী লীগের জয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত ফলাফল

490

নোয়াখালী জেলার ছয়টি আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। প্রতিটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী এইচএম ইব্রাহিম নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির মাহবুব উদ্দিন খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৬২ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৬৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬৫১ জন।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৩৯১ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির জয়নাল আবেদীন ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১৬৯ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৪২ এবং নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৭৪৬ জন।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মামুনুর রশীদ কিরন নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ৪২৯ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির বরকত উল্যা বুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৭৯০ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬৮৬ এবং নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬১২ জন।

নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে আওয়ামী লীগ প্রার্থী একরামুল করিম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ২২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৫৭ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ২২৪ এবং নারী ভোটার ২ লাখ ৬৫ হাজার ১০৫ জন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীকে ২ লাখ ৫২ হাজার ৭৪৪ ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৩৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৫৬ জন। নারী ভোটার ১ লাখ ৬৩ হাজার ৫৭৯ জন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদৌস নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ১০ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির ফজলুল আজিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭১৫ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৮২০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৮১৩ এবং নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৭ জন।

এরআগে প্রত্যেক আসনের ভোট কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.