নোয়াখালীর ছয়টি আসনেই আওয়ামী লীগের জয়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত ফলাফল
নোয়াখালী জেলার ছয়টি আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। প্রতিটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী এইচএম ইব্রাহিম নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির মাহবুব উদ্দিন খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৬২ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৬৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬৫১ জন।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৩৯১ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির জয়নাল আবেদীন ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১৬৯ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৪২ এবং নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৭৪৬ জন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মামুনুর রশীদ কিরন নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ৪২৯ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির বরকত উল্যা বুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৭৯০ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬৮৬ এবং নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬১২ জন।
নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে আওয়ামী লীগ প্রার্থী একরামুল করিম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ২২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৫৭ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ২২৪ এবং নারী ভোটার ২ লাখ ৬৫ হাজার ১০৫ জন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীকে ২ লাখ ৫২ হাজার ৭৪৪ ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৩৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৫৬ জন। নারী ভোটার ১ লাখ ৬৩ হাজার ৫৭৯ জন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদৌস নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ১০ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির ফজলুল আজিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭১৫ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৮২০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৮১৩ এবং নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৭ জন।
এরআগে প্রত্যেক আসনের ভোট কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
Comments are closed.