নোয়াখালীর ছেলে ইয়াসিন আরাফাত মিশুর বিশ্বরেকর্ড

ক্রিকেটের ইতিহাসে এর আগে ১০ বার হয়েছে এই রেকর্ড

342

আজকের আগে ক্রিকেটের ইতিহাসে মাত্র ১০ বার ঘটেছে এক ইনিংসে কোন বোলারের ৮ উইকেট নেবার ঘটনা। ১৯ বছর বয়সী ইয়াসিন আরাফাত মিশু আজ ফতুল্লায় এই ঘটনা ঘটিয়েছেন ১১ বারের মতো। শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রান খরচে মিশু নিয়েছেন ৮টি উইকেট। মিশুর বোলিং তোপে মাত্র ১১৩ রানেই গুটিয়ে গেছে আবাহনী।
নোয়াখালীতে জন্ম নেওয়া ১৯ বছর ১৫৮ দিন বয়সী ইয়াসিন আরাফাত মিশু অনূর্ধ্ব-১৯ দলে পরিচিত এক নাম। আজকের আগে ৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২ টি ছিল ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতার সনদ। প্রথম শ্রেণির ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের হয়ে একবার নিয়েছেন ৫ উইকেট (ইনিংসে)। গত বিপিএলে চিটাগং ভাইকিংস তাঁকে দলে ভিড়িয়েছিল, যদিও খেলার সুযোগ মেলেনি।
আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সুযোগ পেয়ে নিজের সামথ্যের জানান দিয়েছেন মিশু। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই বোলার শক্তিশালী আবাহনীর ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়েছেন একা হাতেই। আউট করেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মানান শর্মা, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম ও আরিফুল ইসলাম সবুজকে।
৮ উইকেট নিতে মিশু খরচ করেছেন ৪০ রান। তার বোলিং ফিগার ছিল : ৮.১-১-৪০-৮! লিস্টে ক্রিকেট ইতিহাসের ৮ম সেরা বোলিং ফিগার এখন তাই নোয়াখালীর ছেলে ইয়াসিন আরাফাত মিশুর।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.