নোয়াখালীর ছেলে ইয়াসিন আরাফাত মিশুর বিশ্বরেকর্ড
ক্রিকেটের ইতিহাসে এর আগে ১০ বার হয়েছে এই রেকর্ড
আজকের আগে ক্রিকেটের ইতিহাসে মাত্র ১০ বার ঘটেছে এক ইনিংসে কোন বোলারের ৮ উইকেট নেবার ঘটনা। ১৯ বছর বয়সী ইয়াসিন আরাফাত মিশু আজ ফতুল্লায় এই ঘটনা ঘটিয়েছেন ১১ বারের মতো। শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রান খরচে মিশু নিয়েছেন ৮টি উইকেট। মিশুর বোলিং তোপে মাত্র ১১৩ রানেই গুটিয়ে গেছে আবাহনী।
নোয়াখালীতে জন্ম নেওয়া ১৯ বছর ১৫৮ দিন বয়সী ইয়াসিন আরাফাত মিশু অনূর্ধ্ব-১৯ দলে পরিচিত এক নাম। আজকের আগে ৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২ টি ছিল ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতার সনদ। প্রথম শ্রেণির ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের হয়ে একবার নিয়েছেন ৫ উইকেট (ইনিংসে)। গত বিপিএলে চিটাগং ভাইকিংস তাঁকে দলে ভিড়িয়েছিল, যদিও খেলার সুযোগ মেলেনি।
আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সুযোগ পেয়ে নিজের সামথ্যের জানান দিয়েছেন মিশু। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই বোলার শক্তিশালী আবাহনীর ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়েছেন একা হাতেই। আউট করেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মানান শর্মা, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম ও আরিফুল ইসলাম সবুজকে।
৮ উইকেট নিতে মিশু খরচ করেছেন ৪০ রান। তার বোলিং ফিগার ছিল : ৮.১-১-৪০-৮! লিস্টে ক্রিকেট ইতিহাসের ৮ম সেরা বোলিং ফিগার এখন তাই নোয়াখালীর ছেলে ইয়াসিন আরাফাত মিশুর।
Comments are closed.