ইসির নির্দেশে চাটখিল থানার ওসি প্রত্যাহার
নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সামছুদ্দিনকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশে এই প্রত্যাহার এর আদেশ জারি করা হয়।
জানা যায়, চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম বাচ্চুকে ওসি সামছুদ্দিন তাকে ফোনে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেন। পরে তিনি নির্বাচন কমিশনে তার (ওসি) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এবং তারই সূত্র ধরে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম বাচ্চু জানান ওসি সামসুদ্দিন তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য মোবাইল ফোনে হুমকি দেন। বিষয়টি তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দিদারুল আলম জানান, নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সামছুদ্দিনকে প্রত্যাহারের বিষয়টি তিনি অবগত হয়েছেন।
নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, নির্বাচন কমিশনের আদেশে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments are closed.