ইসির নির্দেশে চাটখিল থানার ওসি প্রত্যাহার

682

নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সামছুদ্দিনকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশে এই প্রত্যাহার এর আদেশ জারি করা হয়।

জানা যায়, চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম বাচ্চুকে ওসি সামছুদ্দিন তাকে ফোনে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেন। পরে তিনি নির্বাচন কমিশনে তার (ওসি) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এবং তারই সূত্র ধরে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম বাচ্চু জানান ওসি সামসুদ্দিন তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য মোবাইল ফোনে হুমকি দেন। বিষয়টি তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দিদারুল আলম জানান, নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সামছুদ্দিনকে প্রত্যাহারের বিষয়টি তিনি অবগত হয়েছেন।

নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, নির্বাচন কমিশনের আদেশে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.