নোয়াখালীর চাটখিলে সোমপাড়া কলেজের রজত জয়ন্তি ও পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।

26

শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারন ও সাংস্কৃতিক পরিবেশনা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সোমপাড়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন।

 

রজত জয়ন্তি ও পুনর্মিলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো মহি উদ্দিন। এ ছাড়া আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষানুরাগী ডা এবিএম সাঈদ হোসাঈদ, অতিরিক্ত সচিব কায়কোবাদ, কলেজের স্থায়ী দাতা সদস্য আনোয়ার হোসেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ,নোয়াখালী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমির, চাটখিল উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি শামীমা আক্তার মেরি, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন,শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্যাহ খোকন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম সোমপাড়া কলেজের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে পড়ালেখা করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আগামীতে তিনি কলেজের যে কোন উন্নয়নে কাজ করে যাবেন এবং কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করার জন্য কাজ করবেন।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.