নোয়াখালীর চাটখিলে মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে অপহরণ
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে মনির হোসেন তার নিজ এলাকা মোহাম্মদপুরের একটি দোকানে বসে চা খাওয়ার সময় ৩টি মোটর বাইকে চেপে ৬ জন অস্ত্রধারী যুবক মনির হোসেনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এসময় ওই যুবকরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দেয়া হলে তিনি বলেন, ঘটনাটি তিনি জেনেছেন এবং ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে।
এদিকে অপহরণের ৩ ঘন্টারও বেশি সময় পার হলেও মনির হোসেনের কোন হদিস না পাওয়ায় ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাছানসহ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন।