নোয়াখালীর চাটখিলে জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক

249

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরে উঠান বৈঠক করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
গত ৬ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে ড. খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.