নোয়াখালীর কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক

0 77

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গক কয়েক দিনে উপজেলার ছয়টি গ্রাম থেকে ৮টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

ট্রান্সফরমার চুরির ঘটনাকে কেন্দ্র করে আরইবি (পল্লী বিদ্যুৎ বোর্ড) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৪টি মামলা দায়ের করেছে।

যেসব এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে সেগুলো হলো, চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী সফি উল্যাহর বাড়ী, সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর, চরফকিরা ইউনিয়নের চরকালী ও চরফকিরা, মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকার বিসমিল্লাহ নগর, হিন্দুরিয়া এলাকা এবং রামপুর ইউনিয়নের দুই স্থান থেকে মোট ৮টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুতের কোম্পানীগঞ্জ জোন অফিসের ডিজিএম এএইচএম আরিফুল ইসলাম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রাহকদের দুর্ভোগ যেন না হয় সে লক্ষ্যে মঙ্গলবার বিকালের মধ্যে জরুরি ভিত্তিতে ওই সব স্থানে ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ট্রান্সফরমার চোরাই চক্রকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।