নোয়াখালীতে ২৪ ঘন্টায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আটক
গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে বিএনপি অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী শহর বিএনপির সেক্রেটারি শাহ জাফর উল্লা রাসেল, জেলা শ্রমিকদলের সভাপতি হেলাল উদ্দিন, নোয়াখালী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাজাহান, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক উজ্জল, যুবদলের কর্মী ফারুক, মোহন সোনাইমুড়ী থানা বিএনপির সহ-সভাপতি মোকলেছেুর রহমান, ছাত্রদলের থানা সেক্রেটারি নুর মোহাম্মদ মিলন, যুবদলের জনিসহ ২০ জন বিএনপির কর্মী। চৌমুহনী যুবদলের কর্মী রুবেল, বেগমগঞ্জে আলাইয়া পুর বিএনপি নেতা রহিম মেম্বার, ছয়ানি বিএনপি সেক্রেটারি কাদেরসহ ১০ জন নেতাকর্মী আহত। কবিরহাট শ্রমিকদল সেক্রেটারী ইসমাইল হোসেন ফকির, ছাত্রদলের মোতালেব হোসেন, মাইন উদ্দিন। এ ছাড়া কোম্পানীগঞ্জে ২ জন, সেনবাগে ৫ চাটখিল ৪ ও হাতিয়ায় ৩ জন বিএনপির নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।