নোয়াখালীতে হচ্ছে দৃষ্টি নন্দন ডিসি পার্ক
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পার্শ্বে পরিত্যাক্ত বিশাল জায়গা জুড়ে নির্মিত হচেছ দৃষ্টি নন্দন ডিসি পার্ক। দীর্ঘ কয়েক যুগ ধরে ওই পরিত্যাক্ত ভূমিতে ময়লা আর্বজনা আগাছা ভরপুর ছিলো। সন্ধ্যার পর ওই জায়গার আশ-পাশে চলতো অসমাজিক কার্যাকলাপ।
গত ৯ আগস্ট নোয়াখালী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তন্ময় দাস। তিনি নোয়াখালীতে যোগদানের পর জেলা প্রশাসক কার্যালয়ের পিছনের ওই পরিত্যাক্ত জায়গাটি নজরে আনেন। এরপর ওই জায়গায় একটি দৃষ্টি নন্দন পার্ক গড়ে তোলার উদ্যোগ নেন তিনি।
জেলা প্রশাসকের উদ্যোগে গত ৭ নভেম্ভব পার্কের কাজ হাতে নেওয়া হয়। এই দৃষ্টি নন্দন পার্ক তৈরীর কাজের তত্ত্বাবধায়নে রয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার। তাঁর আন্তরিক কর্ম পরিকল্পায় পার্কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
বর্তমানে নোয়াখালীতে চিত্ত-বিনোদনের জন্য সরকারিভাবে কোন পার্ক গড়ে উঠেনি। নোয়াখালী পৌরসভার তত্তব¡ধানে একটি পৌর পার্ক রয়েছে যাহা এখনো অসম্পূর্ন। ফলে নোয়াখালী পৌরবাসী চিত্ত-বিনোদন থেকে বঞ্চিত।
জেলা প্রশাসকের উদ্যেগে এই দৃষ্টি নন্দন ডিসি পার্ক নির্মানের উদ্যেগ গ্রহন করায় পৌরবাসী এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী অভিসার মো.আরিফুল ইসলাম সরদার বলেন, এ পার্কের উত্তর পার্শ্বে এফপিএবি ভবনের পাশ্বে একটি গেইট ও বাউন্ডারি দেয়াল থাকবে। পার্কের ভিতরে পানির ফোয়ারা, চর্তদিকে হাটার জন্য পাকা রাস্তা, বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডার, নাগরদৌলা এবং সোন্দর্য বন্ধনের জন্য বিভিন্ন ফুলের গাছ-গাছালি, অত্যাধুনিক লাইটিং ব্যবস্থা থাকবে। পার্কটি বিনোদন প্রেমী সর্ব সাধারনের জন্য উন্মক্ত থাকবে।