নোয়াখালীতে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

175

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর কতিপয় ধারা বাতিলের দাবীতে নোয়াখালী জেলা ট্রাক ট্যাংলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১৮০ চট্ট) এর উদ্যোগে বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় নোয়াখালী জেলার কেন্দ্রবিন্দু বেগমগঞ্জ চৌরাস্তায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে শ্রমিক নেতারা সড়ক পরিবহন আইনের ৮টি ধারা বাতিলের দাবী জানান। তারা সড়ক দূর্ঘটনা মামলা জামিনযোগ্য, শ্রমিকদের দন্ডে ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অর্থদন্ড, সড়ক দুর্ঘটনা মামলার তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভূক্ত রাখ, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণীর স্থলে ৫ম শ্রেণী নির্ধারন করা, কাগজপত্র চেকিং এর নামে সড়কে অহেতুক পুলিশি হয়রানী বন্ধ করা, ওয়েস্কেলে জরিমানার পরিমান কমানো ও শাস্তি বাতিল, আলোচনার মাধ্যমে সড়ক আইন সংশোধনের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নিকট আহবান জানিয়েছেন।

এসময় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা ট্রাক ট্যাংলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী মোঃ আবুল বাহার, কার্যকরি সভাপতি আবদুর রহিম তাজু, নোয়াখালী জেলা ট্রাক মালিক সমিতির নেতা ওমর ফারুক, বাস মালিক সমিতির নেতা জহির উদ্দিন, বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আলম সেলিম, সাধারন সম্পাদক আদর প্রমুখ।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.