নোয়াখালীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্র নিহত
নোয়াখালীর চাটখিল উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার সোবাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত কলেজছাত্রের নাম মোহাম্মদ তুষার (২২)। তিনি উপজেলার শ্রীনগর গ্রামের সাদেক হোসেনের ছেলে এবং চট্টগ্রাম মহসিন কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মো. হাসান (২৫) ও কবির হোসেন (১৭)। এর মধ্যে হাসানকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে তুষার তাঁর ফুফাতো ভাই হাসান ও কবিরের সঙ্গে মোটরসাইকেলে উপজেলার সোমপাড়া থেকে কাশিপুর যাচ্ছিলেন। সোবাহানপুরে পৌঁছালে চালক হাসান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত হাসানকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়।
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, নিহত তুষার ও আহত দুজন সম্পর্কে মামাতো–ফুফাতো ভাই। তুষারের পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments are closed.