নোয়াখালীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
দেশের প্রতিটি জেলা উপজেলায় পর্যায়ক্রমে একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৮টি বিভাগের ১০টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নোয়াখালীতে প্রথম পর্যায়ে সদর উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ভিডিও কনফারেন্স মাধ্যমে সরাসরি উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোয়াখালী জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও পুলিশ সুপার মো. ইলিয়াস শরিফ উপস্থিত ছিলেন।
Comments are closed.