নোয়াখালীতে বিএনপির মিছিলে যুবলীগ ছাত্রলীগের অতর্কিত হামলা, আহত ১২
??নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে যুবদল নেতা সোহাগ, হানিফ, ছাত্রদলের সজীব, হৃদয়সহ অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ পরস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে গুলি করে বলে জানা যায়। এতে একজন গুলিবিদ্ধ হয় বলে সাংবাদিক গিয়াস উদ্দিন মিঠু জানায়।
প্রত্যক্ষদশীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা-কর্মীরা সার্কিট হাউস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জজ কোর্ট সড়কের নোয়াখালী প্রেসক্লাবের সামনে আসে। ওইস্থানে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে ৮-৯ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হয়।
যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফজলে এলাহী (ভিপি পলাশ) অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ চলাকালে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা তাতে অতর্কিতে হামলা চালায়। এতে একজন গুলিবিদ্ধ অন্তত ১২ নেতা-কর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জু জানান, বিএনপির সমাবেশে যুবলীগ বা ছাত্রলীগের কোন নেতা-কর্মী হামলা করেননি। তারা নিজেদের মধ্যে নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে।
Comments are closed.