নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

28

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এরআগে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সভাস্থলে এসে একত্রিত হন নেতাকর্মীরা। এদিকে বিএনপির কর্মসূচীকে কেন্দ্র করে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলায় সর্তক অবস্থানে ছিলো পুলিশ।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুসহ অনেকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার কৃত্রিম সংকটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে এ সরকারের প্রতি অতিষ্ঠ হয়েছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।ফ্যাসিবাদী সরকার ষড়যন্ত্র করে দেশনেত্রী খালেদা জিয়াকে আটক করে রেখেছে। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, কিন্তু এই ফ্যাসীবাদী সরকার তার সুচিকিৎসা করার জন্য সুযোগ দিচ্ছে না। খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.