নোয়াখালীতে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা, ব্যালট বাক্স লুট

215

নোয়াখালী-২ আসনের (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের মধ্য এবতেদায়ী নূরানী মাদ্রাসা কেন্দ্রে শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে হামলায় ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, এই ঘটনায় প্রিজাইডিং অফিসার সোনাইমুড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনি কর্মকর্তা শেখ ফরিদসহ সাত জন আহত হয়েছেন। এছাড়া ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম লুট করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

জানা যায়, আহত প্রিজাডিং অফিসার ও নির্বাচনি কর্মকর্তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রিজাইডিং অফিসারকে ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জসিমউদ্দিন জানান, তার (প্রিজাইডিং অফিসার) মাথা ও পিঠের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শেখ ফরিদসহ আরও চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, শনিবার রাত ১১টায় বিএনপি-জামায়ত কর্মীরা হামলায় চালিয়ে ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম লুট করে।

জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে আছেন।

ওই আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া।

আরও পড়ুন

Comments are closed.