নোয়াখালীতে প্রার্থীগণের সাথে নির্বাচনী আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা

0 54

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তন্ময় দাসের সভাপতিত্বে নোয়াখালী ৬টি আসনের সহকারী রিটার্নিং অফিসার, নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, নোয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী-২ আসনের আওয়ামীলীগ প্রার্থী মোরশেদ আলম। নোয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, নোয়াখালী-৪ বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মো শাহজাহানসহ বিভিন্ন দলের প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।