নোয়াখালীতে প্রার্থীগণের সাথে নির্বাচনী আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তন্ময় দাসের সভাপতিত্বে নোয়াখালী ৬টি আসনের সহকারী রিটার্নিং অফিসার, নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, নোয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী-২ আসনের আওয়ামীলীগ প্রার্থী মোরশেদ আলম। নোয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, নোয়াখালী-৪ বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মো শাহজাহানসহ বিভিন্ন দলের প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।