নোয়াখালীতে নৌকার মাঝি চূড়ান্ত
সাবেকরাই চূড়ান্ত

ছবি – অালোকিত চাটখিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর মোট ৬টি অাসনে বাংলাদেশ অাওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সকাল শুরু হয় এ কার্যক্রম। দলীয় কার্যালয় থেকে সারা দেশের মনোনয়ন তালিকা ঘোষণার অংশ হিসেবে ঘোষণা করা হয় নোয়াখালীর ৬ টি অাসনের তালিকা।
এতে প্রতিটি অাসনে একাধিক প্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাবেকদেরকেই করা হয়েছে নৌকার মাঝি।

এতে নোয়াখালী এইচ এম ইব্রাহিম এমপি কে (নোয়াখালী-১) থেকে, মোরশেদ আলম এমপি (নোয়াখালী-২) থেকে মামুনুর রশিদ কিরণ এমপি (নোয়াখালী-৩)থেকে একরামুল করিম চৌধুরী এমপি (নোয়াখালী-৪) থেকে ও অাওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি (নোয়াখালী-৫) থেকে এবং নোয়াখালীর একমাত্র নারী সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এমপি (নোয়াখালী-৬) দ্বীপ উপজেলা হাতিয়ায় মনোনয়ন দেয়া হয়েছে।

দলের সিদ্ধান্তানুযায়ী এ মনোনয়ন ঘোষণা করা হয়েছে বলে অাওয়ামীলীগের কেন্দ্রীয় সুত্র থেকে জানানো হয়েছে।