নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ২
নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চিরিগী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুবর্ণচর উপজেলার সবুজ মিয়ার (৪৫) মেয়ের বিয়ে আগামী ৭ই মে। বিয়ের অনুষ্ঠানের বাজার নিয়ে সিএনজিযোগে মাইজদী থেকে সুবর্ণচর উপজেলার চরবাটা তোতার বাজার এলাকার দিকে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে চিরিগী বাজার পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সবুজ (৪৫) ও জুবাইদা (৫০) ঘটনাস্থলেই মারা যান।
সুধারাম থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Comments are closed.