নোয়াখালীতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে নোয়াখালী জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে জেলা জাপার কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল করিম মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মোসাদ্দেকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. ফখর উদ্দিন, মো. শাহজাহান, সুবর্ণচর উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব শেখ ফরিদ, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী ও সদর উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক শাহাদাত হোসেন প্রমুখ। পরে নেতৃবৃন্দ ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করান।