নোয়াখালীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন নিয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা

86

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড স্থানীয় জনগণের মাঝে তুলে ধরে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
পৌর এলাকার ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক পাটোয়ারীর সভাপতিত্বে কৌশলারবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্য অতিথির মঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নিলুফা মোমিন, সাধারণ সম্পাদিকা রেনু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

Comments are closed.