নোয়াখালীতে ছয় উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

383

উপজেলা পরিষদ নির্বাচনপঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নোয়াখালীর সাত উপজেলায় চেয়ারম্যান পদে ২৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ থেকে সাতজন প্রার্থী হয়েছেন। তবে, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (৪ মার্চ) সাত উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩১ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দীন, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা পরিষদের পদত্যাগী সদস্য আলা বক্স তাহের টিটু ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সদস্য খাদেমা আক্তার রোজি।

সেনবাগ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের প্রার্থী সাবেক সভাপতি জাফর আহম্মেদ চৌধুরী। বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক।

সোনাইমুড়ী উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যবসায়ী খন্দকার রুহুল আমিন আওয়ামী লীগের প্রার্থী। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ফ ম বাবুল (বাবুল চেয়ারম্যান)।

চাটখিল উপজেলায় বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির আওয়ামী লীগের প্রার্থী। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী। এছাড়া জাতীয় পার্টির সহসভাপতি আবুল হাসান ভুইয়া কুসুম ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রহিম উদ্দিন, ফজলুল করিম।

বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা। আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ। জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রব।

সুবর্ণচর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। ওয়ার্কার্স পার্টির প্রার্থী দিদারুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে সরকার দলীয় প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার নির্বাচন মামলা সংক্রান্ত কারণে আপাতত হচ্ছে না।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.