নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় বলে প্রত্যাখ্যান করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের পৌর বাজার থেকে জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পুর্ন বরণ চাষীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফকিরপুর এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেদ বাবু, শহর ছাত্রদলের আহবায়ক নোমান সিদ্দিকী আরিফ, যুগ্ম আহবায়ক মো. ওয়াসিম, নজরুল ইসলাম রুবেল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক এনবিএস রাসেল সহ জেলা, উপজেলা ও শহর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল থেকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের তীব্র প্রতিবাদ জানান ছাত্রদল নেতৃবৃন্দ।
Comments are closed.