নোয়াখালীতে ইয়াবা ট্যাবলেটসহ ৭ যুবক হাতেনাতে গ্রেপ্তার
নোয়াখালী সদর উপজেলায় ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ এপ্রিল) রাতে সুধারাম থানাধীন দওেরহাট বাজার হতে তাদেরকে আটক করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে ওসি মো. আবুল খায়ের সূত্রে জানা যায়, আটককৃত আসামীরা হলো : মো. সুজন-পিতা মোহাম্মদ হোসেন, মো. সাইফুল ইসলাম (২০)-পিতা খোরশেদ আলম, সাইফুল ইসলাম শাকিল (১৯)-পিতা নুরনবী, ইয়াকুব চাদঁ রাকিব (২০)-পিতা চাদঁ মিয়া, সোহাগ-পিতা আবদুস সাওার, মো. নুসরাত হোসেন আবির (২১)-পিতা শাহেদ মিয়া, মো. রাকিব (২০)-পিতা আবদুল মতিন সকলের গ্রাম গোপাই, ৬ নং ওয়ার্ড নোয়াখালী পৌরসভা, থানা সুধারাম জেলা নোয়াখালী। মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আবুল খায়ের আলোকিত চাটখিলকে জানান, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা করা হয়েছে। নোয়াখালীকে মাদকমুক্ত করতে যা যা করণীয় সবই করা হবে।’
Comments are closed.