নোয়াখালীতে ইসলামী ব্যাংকের ৩৪১তম শাখা উদ্বোধন

193
‘নোয়াখালীতে ইসলামী ব্যাংকের ৩৪১তম শাখা উদ্বোধন

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪১তম শাখা রবিবার সকালে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।

নোয়াখালী জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রুকন উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুব উল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ওহিদুল হক, নোয়াখালী পৌর বনিক সমিতির সভাপতি একেএম সায়েফ উদ্দিন সোহান, সোনাপুর পৌর বনিক সমিতির সাধারন সম্পাদক সৈয়দ জামাল নাসের উদ্দিন, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফখর উদ্দিন।

আরও পড়ুন

Comments are closed.