নোয়াখালী-১ আসনে এইচ এম ইব্রাহিম এমপির শীতবস্ত্র বিতরণ

এইচ এম ইব্রাহিম বলেন,আমার নির্বাচনী এলাকার অসুবিধাগ্রস্থ মানুষদের মাঝে অতীতের ন্যায় এবারও আমি শীতবস্ত্র বিতরণ করেছি। আমার নেতাকর্মীদের মাধ্যমে আমি প্রায় পঞ্চাশ হাজার পরিবারের কাছে এই শীতবস্ত্র পৌঁছানোর ব্যবস্থা করেছি।

281

নোয়াখালী-১ (চাটখিল,সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসুবিধাগ্রস্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে চাটখিল পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসুবিধাগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, বিতরণ করা শীতবস্ত্রের মাঝে রয়েছে উন্নত মানের জ্যাকেট, কম্বল, গায়ের চাদর ও বাচ্চাদের গরম পোশাক।

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন,আমার নির্বাচনী এলাকার অসুবিধাগ্রস্থ মানুষদের মাঝে অতীতের ন্যায় এবারও আমি শীতবস্ত্র বিতরণ করেছি। আমার নেতাকর্মীদের মাধ্যমে আমি প্রায় পঞ্চাশ হাজার পরিবারের কাছে এই শীতবস্ত্র পৌঁছানোর ব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন, এই এলাকার সাধারণ মানুষ দল-মত নির্বিশেষে আমাকে বারবার ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদ সদস্য বানিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই এলাকার সাধারণ মানুষের যে কোন প্রয়োজনে আমি তাদের পাশে থাকব ইনশায়াল্লাহ্।

উল্লেখ্য, এইচ এম ইব্রাহিম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নোয়াখালী-১ আসনে পরপর পাঁচবার দলীয় মনোনয়ন পান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ তিনবার তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

Comments are closed.