নোয়াখালী-১ আসনে আবারও নৌকার মাঝি এইচ এম ইব্রাহিম

যে প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন, আমি প্রধানমন্ত্রীর সে প্রত্যাশা পূরণে কাজ করে যাবো ইনশাআল্লাহ

217

টানা চতুর্থবারের মতো সংসদীয় আসন ২৬৮, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। তিনি এ আসন থেকে টানা দুইবারের সংসদ সদস্য।

চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাওয়ার পর এইচএম ইব্রাহিম বলেন, ‘যে প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন, আমি প্রধানমন্ত্রীর সে প্রত্যাশা পূরণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই আসনের জনগণ আমাকে আগের চাইতেও বেশি ভালোবাসে বলে আমি বিশ্বাস করি। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতেও আমি কার্পণ্য করবো না।

রোববার (২৬ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এরপর বিকেল ৪ টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

 

১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত পুরো চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৩৭৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫ শত ১৪ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৮৯ হাজার ৮ শত ৬১ জন।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিনদিব্যাপী আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।

এ বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে আওয়ামী লীগের ৩ হাজার ৩৬২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয় । এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.