নিজের মেয়েকে ধর্ষণ করল পুলিশ কনস্টেবল
নরপিশাচ পাষন্ড পিতার হাত থেকে রক্ষা পেল না স্বয়ং জন্ম দেওয়া সন্তানও। একে তো পিতা, তার ওপর পুলিশ। দুই দিকের রক্ষাকর্তা হওয়ার কথা ছিল যার, তার লালসার হাত থেকে বাঁচতে পারেনি নিজেরই ছয় বছর বয়সী মেয়ে।
ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়গড় জেলার ৪৫ বছর বয়সী এক পুলিশ কনস্টেবল এ কুকর্মের হোতা। ওই ব্যক্তি বাড়িতে তার স্ত্রীর অনুপস্থিতিতে নিজের ছয় বছর বয়সীকে ধর্ষণ করে। একই সাথে তাকে হুমকি দেয়, এ ঘটনা যেন কাউকে না জানায়।
কিন্তু ওই মেয়ে তার মায়ের কাছে সব কিছু বলে দিলে ওই নারী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত পুলিশ শরণগড় থানায় কর্মরত ছিল। গত মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। এখন তাকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।