নিজেকে ছাড়িয়ে তৌহিদ আফ্রিদির রেকর্ড

67

তৌহিদ আফ্রিদি; এক নামেই সবার কাছে পরিচিত। দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তিনি। বিশেষত ভ্লগ করে তিনি নিজেকে ব্যাপক পরিসরে জনপ্রিয় করে তুলেছেন। পাশাপাশি টিভি অনুষ্ঠানও করেছেন। তবে তার আসল দুনিয়া ইউটিউব।

এই অন্তর্জালেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন আফ্রিদি। তার ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ! দেশের একক ইউটিউবার হিসেবে তিনিই প্রথম এই অনন্য অর্জন নিজের করে নিয়েছেন। ফলে নিজেকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন এই তরুণ তুর্কি।

 

 

৫ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত তৌহিদ আফ্রিদি। তিনি বললেন, ‘জীবনে অনেক বাধা, অনেক সংকট পেরিয়ে আজ সফলতার খানিকটা অংশ ছুঁতে পেরেছি, আল্লাহর পরে বাবা-মা এবং আমার শুভাকাঙ্ক্ষীদের কারণে। আমার দায়িত্ব এখনও শেষ হয়নি। জীবনে অনেক লক্ষ্য আছে জনগণের কল্যাণের জন্য। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে এটি আমার একমাত্র কামনা।’

 

ওমরাহ করতে গেছেন তৌহিদ আফ্রিদি
তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেছেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। এ পর্যন্ত চ্যানেলটির ভিডিওগুলোর ভিউ হয়েছে ৪৫ কোটির বেশি। বলাই বাহুল্য, সাবস্ক্রাইবার ও ভিউ বিবেচনায় তিনি দেশের সবচেয়ে সফল একক ইউটিউবার।

এদিকে শনিবার (১৪ মে) আফ্রিদি জানিয়েছেন, শিগগিরই তিনি ১০০তম ভ্লগ প্রকাশ করবেন। যেখানে তিনি তুলে ধরবেন তার ওমরাহ পালনের অভিজ্ঞতা। ইতোপূর্বে ১০১ নম্বর ভ্লগটি প্রকাশ করে ফেলেছেন আফ্রিদি। তবে সেঞ্চুরির জন্য স্পেশাল কিছুই রেখেছেন। তাই কিছুটা বিলম্ব করে এটি প্রকাশ্যে আনতে চলেছেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.