নতুন লুকে সালমান, চমকে গেলেন ভক্তরা

63

শনিবার (১৪ মে) সকালে নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড ভাইজান। তার এই লুকে চমকে গেলেন ভক্তরা।

লুকে দেখা যায়, হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুলে নিজেকে প্রকাশ করেছেন সালমান খান। ছবি ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’

 

 

এরপর থেকে ছবিতে লাইক-কমেন্ট দিয়ে নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন সালমানভক্তরা। ছবিটি প্রকাশের পর সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছার বন্যা, কেউ বললেন– ‘ভাইজান আমরাও উত্তেজিত’। কারও বক্তব্য, ‘পুরো আগুন–এবার ধামাকা হবে’। কেউ বললেন, ‘আপনি সেরা ভাইজান’।

কিছুদিন আগেই পূজা হেগ্রে জানিয়েছিলেন, সালমানের পরবর্তী সিনেমার সদস্য তিনিও। পরিচালনা করছেন ফারহাদ সমজি। ধারণা করা যাচ্ছে শুরুতেই সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য শুট করছেন সালমান।

সিনেমার নাম উল্লেখ না করেই পোস্ট শেয়ার করেছেন সালমান। তবে দর্শকদের অনুমান, এটি ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ই ফার্স্ট লুক। জানা যাচ্ছে, এই সিনেমায় আয়ুশ শর্মা এবং শেহনাজ গিলকেও দেখা যাবে। এ বছরই সিনেমাটি মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.