দাগনভূঞায় বাবার বাড়িতে নোয়াখালীর গৃহবধূকে গুলি করে হত্যা
ফেনীর দাগনভূঞায় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে জাহাঙ্গীর নামে এক সন্ত্রাসী। মঙ্গলবার বিকালে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৮ মাস আগে নোয়াখালীর সেনবাগের চৌমুহনীর দরগাহ বাড়িতে শারমিনের বিয়ে হয়। কিছুদিন আগে শারমিন পিতার বাড়িতে বেড়াতে আসে। উপজেলার নয়নপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে বিগত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম ওইদিন বিকালে একই বাড়ির শামছুল হকের মেয়ে শারমিন আক্তারের সাথে কথা কাটাকাটি হয়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী সন্ত্রাসী জাহাঙ্গীরকে ধরার চেষ্টা করলে অস্ত্র উঁচিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের বোন ফরিদা খাতুন জানান, জাহাঙ্গীর তাদের ঘরে ঢুকে শারমিনের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি করে পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়। খুনির সঙ্গে তাদের কোনো ধরণের বিরোধ ছিল না।
স্থানীয় ইউপি সদস্য সফিউল্যাহ স্বপন জানান, গৃহবধূকে গুলি করে হত্যা করে জাহাঙ্গীর পালিয়ে যায়। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের অনেক অভিযোগ রয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জোর চেষ্টা করছে পুলিশ।