দাগনভূঞায় ফখরুল হত্যার ৫০ দিনেও গ্রেফতার হয়নি মূলহোতা
দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরী হত্যাকান্ডের অর্ধশত দিনেও গ্রেফতার হয়নি ঘটনার মূলহোতা সাইদুল হক পারভেজসহ অন্যরা। এ ঘটনায় দায়ের করা মামলাটি এখন পিবিআইতে তদন্তাধীন রয়েছে। আসামীরা গ্রেফতার না হওয়ায় স্বজনদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ জানুয়ারি সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ব্রিজের পাশে ফখরুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই নাজিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এর মধ্যে গ্রেফতার জাহিদ হাসান হিরো ও আমির হোসেন বাহাদুর আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়ে অপর জড়িতদের নাম প্রকাশ করে। অপর আসামীদের পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আজিজুল হক রাসেল উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে বলে জানা গেছে। এছাড়া ঘটনার পর থেকে সাইদুল হক পারভেজ, শামীম, মুজাহিদ ও মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা, মাইক্রোবাস, ফখরুলের ব্যবহৃত মোটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পলাতক যুবলীগ নেতা সাইদুল হক পারভেজসহ অন্যদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
Comments are closed.