দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিলেন সাংসদ এইচ এম ইব্রাহিম

203

দলীয় মনোনয়ন ফরম নিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে নোয়াখালী-১(চাটখিল,সোনাইমুড়ী) আসনের দলীয় নেতাকর্মীরা তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল,চাটখিল পৌর মেয়র মো.নিজাম উদ্দিন,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন,সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু,৬নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন প্রমুখ।

উল্লেখ্য,আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর। তার আগেই আওয়ামী লীগকে প্রার্থী বাছাই করে ফেলতে হবে।

তফসিল ঘোষণার দিনই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, তাদের নির্বাচন পরিচালনা কমিটির সভা বসবে শুক্রবার। সেখানে মনোনয়নের বিষয়ে আলোচনা হবে।এরপর দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

মনোনয়ন প্রত্যাশীরা নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া, অতিরিক্ত লোকসমাগম না করা, আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসার পরামর্শও দেওয়া হয় আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, “অতীত ও বর্তমান মিলিয়ে সাংগঠনিক যে কোনো তিনটি পদের কথা উল্লেখ করতে হবে। কারও যদি পদ না থাকে, তাহলে কী হবে- এই প্রশ্নে তিনি বলেন, “তার যতটুকু সাংগঠনিক পরিচয় আছে, ততটুকুই তুলে ধরবে”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত পরে হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.