দক্ষিণ আফ্রিকায় সোনাইমুড়ীর যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত

235

দক্ষিণ আফ্রিকায় মো. মিলন (২৪) নামের নোয়াখালীর এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। এসময় আরো একজনকে কুপিয়ে জখম করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিংসের মাফেকিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে।

একাধিক সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে গাড়ী নিয়ে তার এক সহযোগীসহ বাসায় যাচ্ছিল মিলন। পথে নর্থওয়েস্ট প্রভিংসের মাফেকিং এলাকায় কয়েকজন সেই দেশী সন্ত্রাসী তাদের গতিরোধ করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেই। এসময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের দু’জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মিলন নিহত হয়।

সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার জাফর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, জীবিকার প্রয়োজনে গত ৪বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যায় মিলন। পরে নর্থওয়েস্ট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে সে। উল্লেখ্য, এ নিয়ে গত দুই বছর দক্ষিণ আফ্রিকায় কর্মরত নোয়াখালীর ১০ যুবক সন্ত্রাসী হামলায় নিহত হয়।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.