দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের যুবক নিহত

213

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা নুর হোসেন এ্যপলো (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে।
২০ এপ্রিল শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত একটার সময় দক্ষিণ আফ্রিকার খাউটেং প্রভিন্সের জোহানেস বার্গের তার নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়।
নিহত নুর হোসেন এ্যপলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এসহাক মিস্ত্রি বাড়ির হাবিব উল্যাহ চৌধুরীর সন্তান।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ২০ এপ্রিল নিহত এ্যপলো জোহানেসবার্গে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। বর্তমানে এ্যপলোর মরদেহ দক্ষিণ আফ্রিকার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুছাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে।
এদিকে দক্ষিণ আফ্রিকায় একের পর এক সন্ত্রাসী হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা। একইসাথে বাংলাদেশের পরিবারগুলোর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চান তাঁরা।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.