দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা নুর হোসেন এ্যপলো (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে।
২০ এপ্রিল শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত একটার সময় দক্ষিণ আফ্রিকার খাউটেং প্রভিন্সের জোহানেস বার্গের তার নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়।
নিহত নুর হোসেন এ্যপলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এসহাক মিস্ত্রি বাড়ির হাবিব উল্যাহ চৌধুরীর সন্তান।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ২০ এপ্রিল নিহত এ্যপলো জোহানেসবার্গে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। বর্তমানে এ্যপলোর মরদেহ দক্ষিণ আফ্রিকার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুছাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে।
এদিকে দক্ষিণ আফ্রিকায় একের পর এক সন্ত্রাসী হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা। একইসাথে বাংলাদেশের পরিবারগুলোর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চান তাঁরা।