দক্ষিণ আফ্রিকায় গঠিত হচ্ছে নোয়াখালী অ্যাসোসিয়েশন

114

দক্ষিণ আফ্রিকায় ‘নোয়াখালী অ্যাসোসিয়েশন সাউথ আফ্রিকা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী বৃহত্তর নোয়াখালীর বাসিন্দাদের নিয়ে এই অ্যাসোসিয়েশন গঠন করা হচ্ছে।

 

রোববার দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানসবার্গের ফোর্ডসবার্গের ঘরোয়া রেস্টুরেন্টে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর সন্তান মোস্তাফিজুর রহমান মাসুদ। বক্তব্য রাখেন জহির ইসলাম, মো. জাহাঙ্গীর, আব্দুর রব, মো. সফি,মো. মাসুদ, মো. সিফন ও আহামেদ রনি। সভায় দুই শতাধিক নোয়াখালীবাসী উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, দক্ষিণ আফ্রিকায় অন্তত লক্ষাধিক নোয়াখালীর লোকজন বসবাস করে। তাদের সবাইকে একত্রিত করতে একটি সংগঠন গঠন করার উদ্যেগ হাতে নেওয়া হয়েছে। এই সংগঠন থেকে সকল নোয়াখালীর লোকজনের সমস্যা সমাধান করা হবে। বক্তরা দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী সকল নোয়াখালীবাসীকে একত্রিত হওয়ার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.