পহেলা এপ্রিল শনিবার রাত আটটার সময় ডাকাতের গুলিতে ডাকাতের গুলিতে দক্ষিণ আফ্রিকা এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. সোহাগ নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৬ নং নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের আব্দুল হাকিম ট্যান ডলার বাড়ির মো. কোবাদ মিয়ার ছেলে। এদিকে নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতন।
আফ্রিকার জোহানের বার্গের রিস্টেটে ডাকাতের গুলিতে নির্মমভাবে খুন হয়েছেন সোহাগ নামের এই প্রবাসী বাংলাদেশি।
স্থানীয় প্রবাসীরা জানান, গতকাল রাত আটটার দিকে জোহানের বার্গের রিস্টটে সোহাগের কনফেকশনারি দোকানে ডাকাত দল অতর্কিত গুলি চালিয়ে তাকে হত্যা করে। তার মৃত্যুর খবরে নোয়াখালী তার নিজ বাড়িতে চলছে শোকের মাতম।
ছয় ভাই বোনের মধ্যে ছোট ছেলেকে হারিয়ে সবাই পাগল প্রায় কোনভাবে সোহাগের এই মৃত্যুকে মেনে নিতে পারছে না পরিবারের লোকজন।
অপরদিকে সোহাগের স্ত্রী এক বাচ্চা খুব অসহায় অবস্থায় রয়েছেন। বাচ্চা নিজেও জানেন না তার বাবার কি হয়েছে। বর্তমানে সোহাগের মৃতদেহ আফ্রিকার হিলব্র ক্লিনিকে রাখা আছে বলে জানা গেছে।
Comments are closed.