তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সুশীল সমাজের প্রতিনিধি ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু বলেন – অস্বাভাবিক হারে তেলের মূল্য বৃদ্ধির সরকারি এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অযৌক্তিক এবং চরম জনস্বার্থ বিরোধী একটি সিদ্ধান্ত। এর মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাবে। সরকারের উচিত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলা অবস্থায় তেলের মূল্য না বাড়িয়ে প্রয়োজনে ভুতুর্কী দেওয়া ।
এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষ অতি কষ্টে দিন যাপন করছে। নতুন করে আবার তেলের মূল্য বৃদ্ধির ফলে তাদের কষ্ট আরো বহুগুণে বেড়ে যাবে। আমরা তেলের মূল্য বৃদ্ধির এ অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে বুলু আরো বলেন এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ট। তার ওপর ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর শামিল। জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে অবিলম্বে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
Comments are closed.