তুরস্কে উদ্ধার কাজে ফেনী ফায়ার সার্ভিসের জাকের

88

তুরস্কে ভূমিকম্পে উদ্ধার কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জনের একটি দল।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন ফায়ার সার্ভিসের চৌকস দলটি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অনেক প্রাণহানি ঘটে। বিভিন্ন এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। উদ্ধার কাজে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি দলকে তুরস্কে পাঠান।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী তুরস্কে উদ্ধার কাজে অংশ নিতে ফায়ার সার্ভিস দলকে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আরও পড়ুন

Comments are closed.