ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান সচিব অধ্যাপক তপন কুমার সরকার। তাকে এই পদে নিয়োগ দিয়ে সোমবার (১৬ মে) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকারকে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।
১. তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন।
২. তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
৩. বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।
৪. তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন।
৫. বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ বেতন ও পেনশনের চাঁদা প্রদান করবেন।
৬. সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।
Comments are closed.