ঢাকা-চাটখিল-রামগঞ্জ রুটে এসি বাস আল-রিয়াদের যাত্রা শুরু
যাত্রীদের সুবিধার্থে এবার ঢাকা-চাটখিল-রামগঞ্জ আল-রিয়াদ এক্সপ্রেস লিঃ এসি সার্ভিস এর উদ্ধোধন করা হয়েছে। বাসটি বিলাসবহুল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধাসহ যাত্রা বিরতিতে মান সম্মত সৌজন্যমূলক খাবার ব্যবস্থা। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে সংসদ ভবন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ পরিবহনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ আউয়াল।
আল-রিয়াদ এক্সপ্রেস লিঃ মালিক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান বলেন, যাত্রী সাধারণের উন্নত চাহিদা পূরণের লক্ষ্যেই এসি বাস সার্ভিস চালু করা হচ্ছে।
Comments are closed.