ঢাকাস্থ ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব চাটখিল উপজেলা’র নতুন কমিটি গঠিত
গত ১৫ ফেব্রুয়ারি ঢাকাস্থ ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব চাটখিল উপজেলা’ কর্তৃক আয়োজিত উক্ত সংগঠনের আহ্বায়ক নুর মোহাম্মদ (সুজন) এর সভাপতিত্বে নতুন কমিটি পুর্ণগঠনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপস্থিত সংগঠনের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, সদ্য সাবেক কমিটির সদস্যবৃন্দ, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকাস্থ চাটখিল ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে শাহাদাত হোসেন মুরাদকে সভাপতি ও এয়াকুব সায়েম ইমনকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করে ৩৯ সদস্য বিশিষ্ট দক্ষ, সাংগঠনিক, সময়োপযোগি ও চকমপ্রদ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটি চাটখিলের গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়েই কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ও নবগঠিত কমিটির সদস্যবৃন্দরা সবার একান্ত সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।