ঢাকাস্থ কোম্পানীগঞ্জ-কবিরহাট সোসাইটি’র মাসব্যাপী কর্মসূচী ঘোষণা

0 36

পবিত্র রমজানকে সামনে রেখে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ-কবিরহাট সোসাইটি (নোয়াখালী) বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নয়াপল্টনস্থ হোটেল ভিক্টোরিতে সংগঠনের কার্যকরী কমিটির সভায় এ কর্মসূচী ঘোষণা করা হয়।

সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব এডভোকেট জাকির হোসেন, কমিটির সদস্য আব্দুল হালিম মানিক, মো: ইলিয়াছ, এনায়েত উল্যাহ ফারুকী, মো: হোসেন, নূরুল আফছার মিয়া, মাওলানা মাকসুদ জামিল, তাজ উদ্দিন, সাংবাদিক মাসুদ আলম, মঈন উদ্দিন আহমদ সেলিম ও সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন বাদল প্রমুখ।

সভায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় মাসব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন এবং ঢাকায় সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কর্মসূচী বাস্তবায়নের জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও বার্সেলোনা ওভারসীজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হালিম মানিককে আহবায়ক ও এনায়েত উল্যাহ ফারুকীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-আহবায়ক মো: ইলিয়াছ, মো: হোসেন, সদস্য মো: নূর উল্যাহ, নাজিম উদ্দিন বাদল, নূরুল আফছার মিয়া, তাজ উদ্দিন, আবু ইউসুপ স্বপন, জয়নাল আবদীন পলাশ, সামছুদ্দিন পারভেজ, শহীদুল ইসলাম ফরহাদ ও সাংবাদিক ইকবাল হোসেন মজনু।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।