ঝড়ের কবলে মেঘনা নদীতে পণ্যবাহী কার্গোডুবি

নৌযানে থাকা ১০ জন সাঁতরে ঠেঙ্গার চরে উঠতে সক্ষম হন

245

ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে পণ্যবাহী একটি কার্গো ডুবে গেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঠেঙ্গার চরের কাছে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এমবি খাজা আজমীর নামের ডুবে যাওয়া নৌযানের মালিক দাবি করেছেন, এতে কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল।
প্রত্যক্ষদর্শী ও কার্গোর মালিক সূত্রে জানা গেছে, নৌযানটিতে পণ্যের সঙ্গে মোট ১০ জন ছিলেন। তাঁরা প্রত্যেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
নৌযানটির মালিক মো. আলাউদ্দিন জানান, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম সদরঘাট থেকে প্রায় এক কোটি টাকার পণ্য নিয়ে এমবি খাজা আজমীর হাতিয়ার উদ্দেশে রওনা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে ঠেঙ্গার চরের কাছে মেঘনা নদী অতিক্রম করার সময় নৌযানটি ঝোড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। ওই সময় নৌযানে থাকা ১০ জন সাঁতরে ঠেঙ্গার চরে উঠতে সক্ষম হন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে সংশ্লিষ্ট কেউ এ ব্যাপারে পুলিশকে কিছু জানায়নি।
কোস্টগার্ডের সদস্যরা বলছেন, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.