জ্ঞানবাপী মসজিদ, তাজমহলের পর এবার কুতুব মিনার নিয়ে বিতর্ক

104

জ্ঞানবাপী মসজিদ, তাজমহলের পর এবার কুতুব মিনার নিয়ে বিতর্ক শুরু করা হয়েছে ভারতে। এই স্থাপত্য নিয়ে এবার নতুন এক দাবি করলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রাক্তন আঞ্চলিক ডিরেক্টর ধরমবীর শর্মা।

তিনি বলেন, এবার ইতিহাসকে ঠিক করার সময় এসে গেছে। কুতুব মিনারকে আসলে ধ্রুবস্তম্ভ বলা হতো। স্থাপত্যবিদ বরাহমিহির এটি তৈরি করেছেন।

 

 

ধরমবীর শর্মার দাবি, ২১ জুন বেলা ১২টায় দক্ষিণায়ণ থেকে সূর্যের উত্তরায়ণ হয়। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণের জন্য কুতুব মিনার তৈরি করা হয়েছে। সেটি ২৫ ইঞ্চি হেলানো। সূর্যের আলো পড়ে যাতে মিনারে কোনো ছায়া না তৈরি হয়, সেভাবেই মিনারটি তৈরি করা হয়েছে।

ধরমবীর শর্মার আরও দাবি করেন, ওপর থেকে দেখলে কুতুব মিনারকে সূর্যমুখী ফুলের মতো দেখা যায়।

আগেও হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে ২৭টি হিন্দু মন্দির ভেঙে কুতুব মিনার তৈরি করা হয়েছে। কুতুবউদ্দিন আইবক এটি তৈরি করেছিলেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.