জেলা যুবলীগ নেতা নাজমুল আলম মঞ্জুকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

154

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জুকে অভিনন্দন জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে জেলা যুবলীগের নগ-গঠিত কমিটির যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু ঢাকা থেকে নোয়াখালী প্রবেশ করেন।
এসময় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ব্যানার-ফেস্টুন সজ্জিত হাজারের অধিক মোটরসাইকেল যোগে নেতা-কর্মীরা বেগমগঞ্জ চৌরাস্তা গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রার মাধ্যমে জেলা শহরে নিয়ে আসেন।
পরে নেতা-কর্মীরা নোয়াখালী পৌরসভা চত্তরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নিজেদের মধ্য মিষ্টি বিতরণ করেন। এরপর নাজমুল আলম মঞ্জু নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় নাজমুল আলম মঞ্জু নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারো বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা সক্রিয় হয়ে উঠছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে অতীতের মতো জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবলীগের প্রত্যেক নেতা-কর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কাজ করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম আহবায়ক নুর আলম সিদ্দিকী রাজু, আলা উদ্দিন আলো, জেলা যুবলীগ নেতা আতাউর রহমান সোহাগ, রবিউল ইসলাম নওরোজ, দেলোয়ার হোসেন সুমন, আবু সায়েদ কাউসার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রহমত উল্যাহ ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কায়সার হামিদ রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাত প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে চাটখিল উপজেলা থেকে অংশগ্রহণ করেন চাটখিল উপজেলা যুবলীগ নেতা সাঈদ মুহাম্মদ তুষার, চাটখিল উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদ প্রার্থী কামরুল হাসান আশিক, পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা শাহজালাল মানিক, এম আই রাজু, ফারুক, সাইফুল, পৌরসভা ছাত্রলীগ নেতা আরাফাত তফাদার প্রমুখ।
সভায় দীর্ঘ আট বছর পর নতুন করে যুবলীগের জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান বক্তারা।

আরও পড়ুন

Comments are closed.