জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় গাইবান্ধা জেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন গোবিন্দগঞ্জের সোহান ও হামিদুর

161

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ দেশব্যাপী শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রদানে আগ্রহী করতে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার।
সরকারের এ আয়োজনের অংশ হিসেবে গাইবান্ধার প্রথমত উপজেলা পর্যায়ে এবং পরে জেলা পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল ২৪ জানুয়ারি বৃহস্পতিবার গাইবান্ধা জেলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অংশগ্রহণ করে জেলা পর্যায়ে “শেখ হাসিনা ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের” উপর উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে গোবিন্দগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন সোহান।সোহান গোবিন্দগঞ্জ উপজেলার তুলশীপাড়া গ্রামের দম্পতি রাহেনুল ও সুফিয়া বেগমের ছেলে।
একই প্রতিযোগিতায় বঙ্গবন্ধুকে জানো ও বাংলাদেশকে জানো বিষয়ে রচনা লিখে দ্বিতীয় স্থান অর্জন করে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মোঃ হামিদুর রহমান।হামিদুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ এলাকার দম্পতী রাজু মন্ডল ও হাফেজা বেগমের ছেলে।
বিজয়ীদের মাঝে গাইবান্ধা শিশু বিষয়ক কর্মকর্তা মশাররফ হোসেন জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতার(২০১৯) সভাপতি, জেলা প্রশাসক আব্দুল মতিন ও সদস্য সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত সনদপত্র তুলে দেন।এদিকে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করা বিজয়ী প্রতিযোগী সেহান ও হামিদুর রহমানকে সংবর্ধনা প্রদান ও উত্তরোত্তর সফলতা কামনা করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন। এতো সুন্দর উপস্থাপনা কোথায় শিখেছো এবং কিভাবে তোমরা দক্ষতা অর্জন করেছো সোহান ও হামিদুরের কাছে জানতে চাইলে সোহান জানায় আমরা গোবিন্দগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ডিবেট ক্লাবে (তর্ক বিতর্ক ক্লাবে) নিয়মিত চর্চা করে আমারা এ সকল বিষয়ে দক্ষতা অর্জন করেছি।জানা যায় সোহান অত্র ক্লাবের সভাপতি ও হামিদুর সহ সাঃ সম্পাদক।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.