চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

288

চাঁদপুরের শাহরাস্তিতে চুরির অপবাদে এক বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছে।
নির্যাতনের শিকার বেলুয়া খাতুন উপজেলার আলীপুরের শহিদুল্লাহর স্ত্রী। ঘটনার পর থেকেই নির্যাতনকারীরা পলাতক রয়েছে।

ভুক্তভোগীর স্বামী শহিদুল্লাহ জানান, রোববার দক্ষিণ পাড়ার মিজান ও সুমন তাদের জায়গায় বেড়া দিতে যায়। এ সময় বেলুয়া খাতুন বাধা দিলে তাকে আক্রমণ করে মিজান ও সুমনের স্ত্রী কাজল বেগম ও রোজিনা বেগম। পরে তারা বেলুয়া খাতুনকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে মোবাইল ও টাকা চুরির অপরাধে মারধর করে।

আহত বেলুয়া খাতুন বলেন, আমাকে প্রথমে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে মোটা দড়ি দিয়ে বেঁধে মাটিতে শুইয়ে রাখে। দখলবাজির ঘটনা চাপা দিতে তারা মোবাইল ও টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়েছে।

অভিযুক্ত সুমনের স্ত্রী রোজিনা বেগম বলেন, আমাদের সঙ্গে তাদের জায়গা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। আমার স্বামী ও ভাসুর উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, এসআই নজরুল নির্যাতিতা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আদালতে মামলা করেছেন। আদালতের নথি পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.