চুনতীতে চেয়ার কোচ ও হাইয়েচ মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতী ‘জাইল্যার টেক’ এলাকায় রিলাক্স চেয়ার কোচ ও হাইয়েচ মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হবার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
চুনতি পু্লিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘চুনতি জাঙ্গালিয়া এলাকায় রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও হাইয়েচের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার কাজ চলছে।’