চাটখিল সাধুরখিলের রফিকুল হায়দার জিঠু ঢাকার বাড্ডা থেকে নিখোঁজ
নোয়াখালীর চাটখিল উপজেলার সাধুরখিল গ্রামের রফিকুল হায়দার জিঠু ঢাকার বাড্ডা এলাকা থেকে নিখোঁজ হয়েছে। গত ১১ ডিসেম্বর বাড্ডা কর্মস্থল থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।
রফিকুল হায়দার জিঠু (৪০) চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সাধুরখিল গ্রামের মোহাম্মদ নুরুল আলমের বড় ছেলে।
সন্ধান প্রার্থী : 01820095556, 01973098899 (ছোট ভাই)