চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিল্লাল চৌধুরীর মতবিনিময়

175

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ২ বারের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল চৌধুরী মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি জানান, আওয়ামী লীগের সাথে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবেন। তবে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। দল মনোনয়ন না দিলেও তিনি দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করবেন বলেও জানান।

আরও পড়ুন

Comments are closed.